প্রকাশিত:
৩ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নতুন করে ১ শতাংশ কর (Tax) আরোপের সিদ্ধান্তে চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে যারা ব্যাংকিং চ্যানেলে নগদ লেনদেনের মাধ্যমে টাকা পাঠান, তাদের ওপর এই বাড়তি খরচের বোঝা সরাসরি প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যাংকে সঞ্চয়ী হিসাববিহীন অবৈধ অভিবাসী ও কম আয়ের প্রবাসীদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
আইন অনুযায়ী, শুধু নগদ (ক্যাশ), মানি অর্ডার, ক্যাশিয়ার্স চেক বা অনুরূপ ফিজিক্যাল মাধ্যমে পাঠানো রেমিটেন্সের ওপর এই ১ শতাংশ কর প্রযোজ্য। ব্যাংক হিসাব, ডেবিট কার্ড বা ডিজিটাল পদ্ধতিতে (যেমন অনলাইন ট্রান্সফার) পাঠালে কোনো অতিরিক্ত কর দিতে হবে না।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে লেনদেনের খরচ কমানো জরুরি। এই ১ শতাংশ কর প্রবাসীদের মধ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা বলছেন, রিজার্ভ সংকটের এই সময়ে প্রবাসীদের উৎসাহিত করার বদলে বাড়তি করের বোঝা চাপালে দীর্ঘমেয়াদে রেমিট্যান্স কমতে পারে।
বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নজরদারি বৃদ্ধি করতে পারে। প্রণোদনার পরিমাণ বাড়িয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে পারে।
অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ ছাড়াও মেক্সিকো, ভারত, ফিলিপাইনসের মতো প্রবাসী আয়-নির্ভর দেশগুলোতে এই করের প্রভাব পড়বে।